আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ওয়েব সাইটে আপনাকে সু-স্বাগতম। এই সাইট থেকে আপনি বিদ্যালয়ের সকল তথ্য পেতে পারেন। আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বংশাল থানাধীন ১৩, নাজিমউদ্দিন রোড, ঢাকায় অবস্থিত। এটি অত্র এলাকার একটি ঐতিহ্যবাহী ও সুপরিচিত নারী শিক্ষা প্রতিষ্ঠান। ব্যক্তি, পরিবার, সমাজ তথা জাতীয় জীবনে সামগ্রীক অগ্রগতি ও উন্নয়নের মূলে রয়েছে শিক্ষা। বর্তমান শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। এক্ষেত্রে আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কোন অংশে পিছিয়ে নেই। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে অত্র প্রতিষ্ঠান অনলাইন র্ভাসনে যাত্রা শরু করছে। বর্তমান সময়ে দ্রুত তথ্য আদান প্রদানের একমাত্র মাধ্যম হচ্ছে ইন্টারনেট। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের ওয়েব সাইট থাকা অত্যন্ত গুরুত্বর্পূণ। যার মাধ্যমে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে দ্রুত পৌছে দেয়া সম্ভব হবে। আশা করছি ভবিষ্যতে শিক্ষার্থীরা ও শিক্ষকদের ডাটাবেজ তৈরি করে সকল তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করা সম্ভব হবে। এছাড়াও এর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরাই শুধু নয় সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার একটি সামাজিকরণ সম্ভব হবে। আমি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, সুধীমহল সকলকে ওয়েবসাইট থেকে হেবা গ্রহণে আমন্ত্রণ জানাই। যাদের নির্দেশনা ও ব্যবস্থাপনায় এ ওয়েব সাইটটি বাস্তবায়ন হলো, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।
শুভেচ্ছান্তে,
(আব্দুর রশীদ মোড়ল)
অধ্যক্ষ
আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ